1/5গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হন ল্যান্স নায়েক ও বীরচক্রপ্রাপ্ত দীপক সিংহ। তাঁর স্মৃতি কাঁধে নিয়েই দেশসেবায় যোগ দিলেন তাঁর স্ত্রী রেখা সিংহ। ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে যোগ দিলেন তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5২০২০ সালের ১৫ জুন গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনা চিনা সেনার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সেই দলে ছিলেন দীপক সিং। দেশের জন্য লড়াই করে প্রাণ দেন তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5এর মাত্র ১৫ মাস আগেই দীপক সিংহ ও রেখার বিয়ে হয়েছিল। রেখা জানান, দীপক চাইতেন আমি যেন সেনাবাহিনীতে কাজ করি। ওঁর প্রয়াণের পর এক লহমায় আমার জীবন ওলটপালট হয়ে গিয়েছিল। কিন্তু স্বামীর স্বপ্নের কথা ভোলেননি তিনি। (ছবি সৌজন্য এএনআই) (Twitter)
4/5শিক্ষকতার চাকরি ছেড়ে দেন রেখা। সেনার প্রবেশিকা পরীক্ষার জন্য নয়ডায় চলে যান তিনি। সাধারণ চাকরি করা মহিলা হয়ে হঠাত্ করে প্রশিক্ষণ শুরু করা সহজ ছিল না। কঠোর শারীরিক কসরত শুরু করেন। ফাইল ছবি: রয়টার্স (Twitter)
5/5কিন্তু সেনাবাহিনীর ফিটনেস টেস্ট যে ভীষণই কঠিন। প্রথমবারের চেষ্টায় সফল হননি। তবে হাল ছাড়েননি। নতুন করে প্রস্তুতি শুরু করেন। দ্বিতীয়বারের চেষ্টায় তিনি সেনাবাহিনীতে সুযোগ পান। ফাইল ছবি: এএনআই (Twitter)