প্রতি বছর স্বাধীনতা দিবসে মিলেনিয়ালদের ভাষায় বলতে গেলে ফ্যাশন গেম অন পয়েন্ট থাকে প্রধানমন্ত্রীর। রংবেরংয়ের পাগড়ি পরে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদী। এবারও সেটার অনথ্য হল না। স্বাধীনতার ৭৫ বছর, তাই এবার তেরঙা পাগড়িতে সজ্জিত ছিলেন মোদী। ফিরে দেখা প্রধানমন্ত্রীর গত নয় বছরের স্বাধীনতা দিবসের পোশাক।
1/10মোদীর নয় লুকের কোলাজ- এক নজরে
2/10অমৃতকালের শুরুতে এবার তেরঙা পাগড়িতে ভূষিত ছিলেন মোদী।
3/10প্রথমবার মোদী যোধপুরী পাগড়ি পরেছিলেন। লাল ও সবুজের মিশ্রনের এই পাগড়ি লুক ভাইরালও হয়েছিল।
4/10পরের বার কমলা বন্ধনী সাফা পরেছিলেন প্রধানমন্ত্রী।
5/10২০১৬-এ লাল, গোলাপি ও হলুদ রংয়ের সাফায় উজ্জ্বল লুক ছিল মোদীর।
6/10২০১৭ সালে লাল ও হলুদ মিশ্রিত পাগড়িতে কিছুটা সাবেকি স্টাইল ছিল প্রধানমন্ত্রীর।
7/10২০১৮ সালে নিজের প্রথম টার্মের শেষ স্বাধীনতা দিবসে আটপৌরে কমলা পাগড়ি পরেছিলেন মোদী।
8/10২০১৯ সালে লেহরাইয়া প্যাটার্নে লাল, হলুদ ও সবুজ মেশানো পাগড়ি পরেছিলেন মোদী
9/10২০২০ সালে ঘিয়ে কালারের পাগড়িতে ছিল কমলার কাজ।
10/10২০২১ সালে গেরুয়া রংয়ের পাগড়ি পরেছিলেন নরেন্দ্র মোদী।