বাংলা নিউজ > ছবিঘর > LPG Cylinder Weight: সিলিন্ডারে ২ কেজি গ্যাস কম! উঠল গুরুতর অভিযোগ, ঠকেছেন কিনা জানবেন কীভাবে?

LPG Cylinder Weight: সিলিন্ডারে ২ কেজি গ্যাস কম! উঠল গুরুতর অভিযোগ, ঠকেছেন কিনা জানবেন কীভাবে?

ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের ওজন হওয়া উচিত ১৪.২ কেজি। তবে বারাসতে অভিযোগ ওঠে, বাড়িতে আসা রান্নার গ্যাসের সিলিন্ডারের ওজন ১২ কেজি। এই আবহে প্রশ্ন উঠেছে কেন রান্নার গ্যাসের সিলিন্ডারের ওজন ২ কেজি কম? এই নিয়ে বিক্ষোভও দেখিয়েছেন অনেকে। এদিকে সিলিন্ডারের ওজন কম থাকার বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।