Majherhat metro start date: পুজোয় হল না, কবে থেকে মাঝেরহাট মেট্রো চালু হবে? ১০ মিনিট ছাড়া আসবে ট্রেন!
Updated: 15 Oct 2023, 09:31 AM ISTমাঝেরহাট মেট্রো স্টেশন চালু হলে হাঁফ ছেড়ে বাঁচবেন যাত্রীরা। হাঁফ ছেড়ে বাঁচবে মেট্রো কর্তৃপক্ষ। কারণ আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবা দিয়ে মেট্রো কর্তৃপক্ষ কার্যত ভস্মে ঘি ঢালছে। তারাতলা থেকে এগিয়ে মাঝেরহাটে মেট্রো চলে এলেই হবে লক্ষ্মীলাভ। কবে মাঝেরহাট মেট্রো চালু হবে, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি