Aadhaar Card Validity Notice: 'আধার নিষ্ক্রিয় হয়েছে' বলে চিঠি এসেছে? উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল UIDAI
Updated: 13 Feb 2024, 10:49 AM ISTবিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি যাচ্ছে। তাতে বলা হয়েছে, আধার আইন, ২০১৬-র ২৮এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে। এই নোটিশ হাতে পেয়ে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। এই আবহে এই নিয়ে মুখ খুলল ইউআউডিএআই।
পরবর্তী ফটো গ্যালারি