Local Train Cancelled Update: আজ বাতিল একঝাঁক লোকাল ট্রেন, হাওড়া-বর্ধমান-নৈহাটি লাইনে পড়ছে প্রভাব
Updated: 27 Aug 2023, 04:53 PM ISTট্রেন বাতিলের ফলে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, হাওড়া- খানা-গুমানি লাইনে রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। রেল জানাচ্ছে, ট্র্যাক পরিবর্তনের কাজ ও বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এজন্য পূর্ব রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।
রথীন ঘোষ। নিজস্ব ছবি।
পরবর্তী ফটো গ্যালারি