Monkeypox Outbreak: ক্রমেই মাঙ্কিপক্স প্যান্ডোরার বাক্সের ঢাকনা খুলে ছড়িয়ে পড়ছে। এর জেরে এই রোগ ঠেকানোর সম্ভাবনা কমে আসছে। এমনই অশনি সঙ্কেত শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ দেওয়া বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতি দুই সপ্তাহে দ্বিগুণ হচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। এই রোগের চূড়োতে পৌঁছতে বেশ কয়েক মাস লাগতে পারে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তবে ক্রমেই এই রোগকে ঠেকানোর উপায় কমে আসছে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
1/5শেষ পরিসংখ্যান অনুযায়ী ৭০টি দেশে ১৭,৮০০টি মাঙ্কিপক্সের কেন শনাক্ত করা সম্ভব হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাস, আগামী ২ অগস্টের মধ্যে ৮০টি দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়বে। এবং সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭ হাজার। (AFP)
2/5লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজির অধ্যাপক অ্যান রিমোইন এই বিষয়ে বলেন, ‘আমাদের এই রোগের আগে যেতে হবে। এটা আমাদের কাছে ক্রমেই স্পষ্ট হচ্ছে যে এই রোগক ঠেকানোর দরজা আমাদের সামনে বন্ধ হয়ে যাচ্ছে।’ (AFP)
3/5রিমোইন ডব্লিউএইচওর মাঙ্কিপক্সের বিশেষজ্ঞ কমিটির একজন সদস্য। গত সপ্তাহে এই কমিটি এক বৈঠক ডেকেছিল। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবটিকে বিশ্বব্যাপী জরুরি অবস্থা তৈরি করেছে কিনা তা নির্ধারণের জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। কমিটির অধিকাংশ সদস্য এই পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করার বিপক্ষে ভোট দিয়েছিলেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রোগটিকে ‘গ্লোবাল হেলথ ইমারজেনসি’ বলে ঘোষণা করেন। (AFP)
4/5এখনও পর্যন্ত এই রোগটি নিয়ে উদ্বেগের বিশেষ কারণ নেই। কিন্তু কোনও কোনও বিশেষজ্ঞ বলছেন, মাঙ্কিপক্স ঠিক মতো আটকাতে না পারলে, এঠির মিউটেশন হতেই থাকবে। তখন এটি মারাত্মক আকার নিতে পারে। এবং দৃষ্টিশক্তি চলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে কারও কারও ক্ষেত্রে। (AFP)
5/5বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৭৭ শতাংশ বেড়েছে। আফ্রিকায় এই বছরে ৫ জনের মৃত্যু হয়েছে মাঙ্কিপক্সের কারণে। যদিও আফ্রিকা মহাদেশের বাইরে এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর খবর পাওয়া যায়নি। (AFP)