Vande Bharat Trains Latest Update: দেশের মধ্যে সবচেয়ে বেশি বন্দে ভারত কোন শহরে? কলকাতা কত নম্বরে আছে জানুন
Updated: 26 Sep 2023, 11:05 AM ISTদেশের কোন শহর পেয়েছে সবচেয়ে বেশি বন্দে ভারত ট্রেন? হাওড়া, মুম্বই, চেন্নাই, দিল্লির তালিকা একনজরে।
সাউদার্ন রেলওয়ের পরই রয়েছে নর্দান রেলওয়ে। সেখানে ৪ টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে। এছাড়াও নর্থ ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন, সেন্ট্রাল রেলওয়েতে ৩ টি করে বন্দে ভারত চলাচল করছে। এদিকে, ইস্ট সেন্ট্রাল, সাউথ সেন্ট্রাল, ওয়েস্ট সেন্ট্রাল, সাউথ ইস্টার্ন রেল, ইস্ট কোস্ট রেলের আওতায় রয়েছে ২ টি করে বন্দে ভারত ট্রেন। বাকি জোনগুলিতে রয়েছে ১ টি করে বন্দে ভারত ট্রেন।
(HT_PRINT)