মঙ্গলবার মুকেশ আম্বানির ইস্তফা গ্রহণ করে বোর্ড। ২৭ জুন, ২০২২ সংস্থার বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার চেয়ারম্যান পদে আকাশের নিয়োগে অনুমোদন দিয়েছে রিলায়েন্স জিও-র বোর্ড।
1/5Reliance Jio-র ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ আম্বানি। মঙ্গলবার তাঁর ইস্তফা গ্রহণ করে বোর্ড। অন্যদিকে বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান হিসেবে মুকেশ আম্বানির ছেলে, আকাশ আম্বানিকে নিয়োগ করা হয়েছে। ছবি: টুইটার (Twitter)
3/5এতদিন পর্যন্ত আকাশ আম্বানি রিলায়েন্স জিও-র অনির্বাহী(Non-exe) পরিচালক ছিলেন। ফাইল ছবি: এএনআই (Twitter)
4/5আগামী ২৭ জুন থেকে আর সংস্থার পরিচালকের পদে নেই মুকেশ আম্বানি। এদিন থেকে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে বহাল হলেন পঙ্কজ মোহন পাওয়ার। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Twitter)
5/5শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে ২৭ জুন, ২০২২ পাঁচ বছরের মেয়াদ তাঁর। ফাইল ছবি : রয়টার্স (Twitter)