গত কয়েক মাসে রিচার্জের খরচ অনেকটাই বেড়েছে। ফলে সস্তায় কোন প্ল্যান আছে, তা জানতে চান অনেকে। Jio-র এই প্ল্যানের দাম মাত্র ৭৫ টাকা। আর এই অল্প দামেই পাবেন দারুণ সুবিধা। এক নজরে দেখে নিন Jio-র এই প্ল্যানে ঠিক কী কী পাবেন।
1/5 রিলায়েন্স জিও-র কানেকশান অনেকেই ব্যবহার করেন। প্রতিবার গতে বাঁধা কয়েকটি অপশনেই বারবার রিচার্জ করেন সকলে। কিন্তু Jio-র এমন কিছু প্ল্যান আছে, যা শুনলে আপনিও চমকে যাবেন। ফাইল ছবি: জিও (Jio)
2/5গত কয়েক মাসে রিচার্জের খরচ অনেকটাই বেড়েছে। ফলে সস্তায় কোন প্ল্যান আছে, তা জানতে চান অনেকে। Jio-র এই প্ল্যানের দাম মাত্র ৭৫ টাকা। আর এই অল্প দামেই পাবেন দারুণ সুবিধা। এক নজরে দেখে নিন Jio-র এই প্ল্যানে ঠিক কী কী পাবেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Jio)
3/5Jio ৭৫ টাকা প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ৭৫ দিন। মোট ২.৫ GB ডেটা পাবেন। এর মধ্যে এমনিতে দিনে ১০০ GB করে ডেটা পাবেন। আর সেই সঙ্গে বাড়তি হিসাবে ২০০ MB ডেটা পাচ্ছেন। ফাইল ছবি : টুইটার (Jio)
4/5সেই সঙ্গে Jio-র অন্য প্ল্যানের মতো এতেও ভয়েস কলিং সম্পূর্ণ আনলিমিটেড। তাছাড়া মোট ৫০টি SMS পাঠাতে পারবেন। কিন্তু আপনার কি এই প্ল্যানে রিচার্জ করা উচিত্? (ছবি: জিও-র ওয়েবসাইট) (Jio)
5/5এর উত্তর আপনি নিজেই দিতে পারবেন। ধরুন আপনার যদি সেভাবে নেটের প্রয়োজন না হয়, কিন্তু নম্বর চালু রাখতে হয়, সেক্ষেত্রে এই প্ল্যানটি বেশ ভাল। তাছাড়া অল্প ডেটা পাবেন। অনলাইন, UPI লেনদেন, টুকটাক ব্রাউজিংয়ের জন্য সেটা কাজে লেগে যাবে। ফাইল ছবি : রয়টার্স (Jio)