আজ কর্ণাটকে বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী দাবি করেন এই মহাসড়কের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এই নয়া এক্সপ্রেসওয়ের ফলে, বেঙ্গালুরু থেকে মাইসোরে যেতে মাত্র ৭৫ মিনিট লাগবে এবার থেকে।
1/4৬ লেন বিশিষ্ট বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে তৈরি করতে প্রায় ৮ হাজার ৪৮০ কোটি টাকা খরচ হয়েছে। ২৭৫ নম্বর জাতীয় সড়কের বেঙ্গালুরু-নিদাঘাট্টা-মাইসোর সংযোগাকারী এই রাস্তাটি ১১৮ কিলোমিটার দীর্ঘ। এই মহাসড়কের ফলে এবার কর্ণাটকের দুই বড় শহরের মধ্যে যাতায়ত করতে মাত্র ৭৫ মিনিট সময় লাগবে। (ANI Pic Service)
2/4এই মহাসড়কের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'গত কয়েক দিন ধরে বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। দেশের উন্নয়নে তরুণরা গর্বিত। এই সব প্রজেক্টগুলি সমৃদ্ধি ও উন্নয়নের পথগুলি খুলে দেবে।' আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি। গড়কড়ি বলেন, 'এই রাস্তা তৈরির ফলে আরও বেশি সংখ্যক পর্যটক রাজ্যে আসবেন। এই ধরনের প্রজেক্ট কর্মসংস্থান বাড়াতেও সহায়ক হবে।' (ANI Pic Service)
3/4প্রধানমন্ত্রী মোদী বলেন, 'কর্ণাটকের দু'টি সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ শহর হল বেঙ্গালুরু এবং মাইসোর। বেঙ্গালুরু যেখানে প্রযুক্তির জন্য পরিচিত, সেখানে মাইসোর পরিচিতি ঐতিহ্যের জন্য।' উল্লেখ্য, এবছরের মে মাসেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এই আবহে বিজেপি শাসিত রাজ্যে রবিবার জমজমাট রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ANI Pic Service)
4/4আজ রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী মোদীকে দেখতে দেখতে রাস্তার দু'ধারে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। তাঁর ওপর পুষ্পবৃষ্টি করেন বিজেপি কর্মী, সমর্থকরা। মোদী নিজে গাড়ি থেকে বেরিয়ে মানুষের দিকে সে ফুল ছুড়ে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মোদীর আগমন উপলক্ষে। সরকারি প্রকল্পের উদ্বোধন হলেও আজকে মোদীর সফরে লেগেছিল রাজনীতির রঙ। মঞ্চ থেকে কংগ্রেসকে তোপ দাগেন মোদী। বলেন, 'আমার কবর খুড়তে ব্যস্ত কংগ্রেস। আমি মানুষের জন্য কাজ করার জন্য ব্যস্ত।' (ANI Pic Service)