গতবছরের শেষে বাংলা প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছিল। এবছরের শুরু থেকেই সেই ট্রেনটি হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে যাত্রী পরিষেবা দেওয়া চালু করে দিয়েছে। এটি পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছিল। এবার শীঘ্রই পূর্ব ভারত পেতে চলেছে তাদের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। যানা গিয়েছে, এই ট্রেনটিও ছাড়বে হাওড়া থেকেই।
1/5এর আগে নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরুর দিন থেকেই শুরু হয়েছিল পাথর ছোড়া নিয়ে বিতর্ক। পরবর্তীতে রাজনৈতিক তরজার মাঝে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, 'বাংলার আরও বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার কথা।' এই আবহে জানা যাচ্ছে, ফেব্রুয়ারিতে আরও একটি নতুন রুটে হাওড়া থেকে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। (Anindita Das)
2/5প্রথমে মনে করা হচ্ছিল, দেশের নবম বন্দে ভারত এক্সপ্রেসটি দিল্লি থেকে জয়পুর ছুটবে। প্রসঙ্গগত, চলতি বছরই রাজস্থানের বিধানসভা নির্বাচন। এর আগে সেই রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করে বিজেপি যে রাজনৈতিক সুফল ঘরে তুলতে চাইবে, তা বলাই বাহুল্য। তবে দিল্লি-জয়পুর রুটে বন্দে ভারত এক্সপ্রেসই এখনই চালু করা যাবে না বলে জানা গিয়েছে। এই ট্রেন চালুর জন্য সেই রুটে কাজ বাকি আছে এখনও। (Anindita Das)
3/5এই আবহে দেশের নবম বন্দে ভারত এক্সপ্রেসটি পেতে চলেছে বাংলা। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি হাওড়া থেকে ওড়িশার পুরী পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস ছোটাতে তৈরি হচ্ছে রেল। এমনিতেই বাঙালিদের মধ্যে পুরী খুব জনপ্রিয়। এই আবহে দোলযাত্রার আগেই হাওড়ার সঙ্গে জগন্নাথ ধামকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। এদিকে এখনই না হলেও শীঘ্রই হাওড়া থেকে রাঁচির পথেও ছুঁটবে বন্দে ভারত এক্সপ্রেস। (Anindita Das)
4/5দুরন্ততে করে পুরী যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। এদিকে শতাব্দীকে এক ঘণ্টা কম লাগে এই যাত্রাপথ অতিক্রম করতে। জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস যদি এই রুটে ছোটে, তাহলে হাওড়া থেকে পুরী যেতে সাত ঘণ্টার কিছু কম সময় লাগতে পারে। এদিকে সাধারণ যে সকল ট্রেন হাওড়া থেকে অথবা শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় সেই সকল ট্রেনগুলিতে পুরী পৌঁছাতে সময় লাগে অন্ততপক্ষে ১০ ঘণ্টা। তার থেকে অনেক কম সময়েই বন্দে ভারতে করে পুরী পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে। (Anindita Das)
5/5সম্প্রতি সেকেন্দ্রাবাদ-বিশাখপত্তনাম রুটে চালু হয়েছিল দেশের অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। দিল্লি-বারণসী, চেন্নাই-মাইসুর, নয়া দিল্লি-বৈষ্ণদেবী কাটারা, দিল্লি-আন্দাউরা, বিলাসপুর-নাগপুর, মুম্বই-আমেদাবাদ রুটেও চালু হয়েছে বন্দে ভারত ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসে মোট ১৪টি এসি চেয়ার কার এবং দুটি এক্সকিউটিভ এসি চেয়ার কার থাকে। একটা ট্রেনে মোট এক হাজার ১২৮ জন সফর করতে পারেন। (Anindita Das)