New Vande Bharat Stoppage Controversy: একদিনে ছুটতে শুরু করল ৯টি নতুন বন্দে ভারত, বাংলা পেল ২টি, স্টপেজ নিয়ে শুরু বিতর্ক
Updated: 24 Sep 2023, 03:07 PM ISTআজ বেলা সাড়ে ১২টা নাগাদ দেশের ৯টি রুটে উদ্বোধন করা হল বন্দে ভারত এক্সপ্রেস। এর আগে দেশে ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস চলছিল। আজকের পর থেকে দেশে মোট বন্দে ভারতের রুট বেড়ে দাঁড়াল ৩৪। এদিকে বাংলায় এর আগে তিনটি রুটে ছুটত বন্দে ভারত। এখন তা বেড়ে হল ৫। এরই মধ্যে তৈরি হল নয়া বিতর্ক।
পরবর্তী ফটো গ্যালারি