ISIS Terrorist Arrested: পুলিশের জিপ থেকে পালিয়ে গিয়েও ফের জালে ISIS জঙ্গি, নাম আছে NIA-এর 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়
Updated: 02 Oct 2023, 01:33 PM ISTআইএসআইএস-এর পুনে মডিউলের সঙ্গে যুক্ত জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সেই জঙ্গি এনআইএ-এর 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় ছিল। ধৃত জঙ্গির নাম শাহনাওয়াজ। তার মাথার দাম ৩ লাখ টাকা ধার্য করেছিল এনআইএ। পেশায় শাহনাওয়াজ মাইনিং ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি