রাজনীতির ময়দানে অব্যাহত 'খেলা হবে' স্লোগান। 'খেলা হবে' বলছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা 'খেলা' শেষ বলে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। তারইমধ্যে এবার প্রি-ওয়েডিং শুটেও 'খেলা হবে'। দেখুন সেই ছবি -
1/5টুইটারে এক ব্যক্তি দেবাংশু ভট্টাচার্যকে ট্যাগ করে বলেন, 'দেবাংশু দা, অফিসে আমার সহকর্মীদের প্রি-ওয়েডিং শুট। দেখো, তুমি কী করেছ।#খেলা হবে।' (ছবি সৌজন্য, টুইটার @nakspeaking)
4/5পালটা রবিবার ব্রিগেড সমাবেশে মোদী বলেন, এরা এবার বলছে 'খেলা হবে', এঁরা সত্যি খুব বড় খেলোয়াড়। সব খেলা খেলেছেন। কিছু তো বাকি নেই। সব জায়গায় দুর্নীতি করেছেন। এত দুর্নীতি করেছেন যে দুর্নীতির অলিম্পিক হয়ে যাবে। সবদিক থেকেই একটা আওয়াজ উঠছে, তৃণমূল কংগ্রেসের খেলা শেষ। উন্নয়ন শুরু। (ছবি সৌজন্য পিটিআই)
5/5মোদীর সেই ‘খেলা হবে’ নিয়ে ফেসবুকে দেবাংশু পোস্ট করেন, ‘প্রধানমন্ত্রীকে "খেলা হবে" বলতে বাধ্য করলাম। এখনও বোঝাতে হবে আমার টিকিট পাওয়া, না পাওয়া নিয়ে বিরোধী শিবির এতটা উতলা কেন? এই বয়সে আর কী সাফল্য চাই বলুন তো? খুউউউউউউউব ভালো লাগছে।’ (ফাইল ছবি, ফেসবুক Debangshu Bhattacharya Dev)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.