বাংলা নিউজ > ছবিঘর > Old Pension Scheme: প্রথমে লাভের মনে হবে, পরে পুরনো পেনশন স্কিমে কপাল পুড়বে, দাবি RBI-র প্রতিবেদনে

Old Pension Scheme: প্রথমে লাভের মনে হবে, পরে পুরনো পেনশন স্কিমে কপাল পুড়বে, দাবি RBI-র প্রতিবেদনে

পুরনো পেনশন প্রকল্প বনাম নয়া পেনশন প্রকল্প - সেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। একাধিক রাজ্যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার যে সেই পথে হাঁটছে না, তা কার্যত করে দিয়েছে। তারইমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) একটি রিসার্চ পেপার সামনে এল।