Old Pension Scheme Protest: ওপিএস ফেরালেই... সরকারকে 'আল্টিমেটাম' সরকারী কর্মীদের, দাবি বেতন বৃদ্ধিরও
Updated: 18 Nov 2023, 03:50 PM ISTপুরনো পনশন স্কিমের দাবিতে এবার আন্দোলন শুরু হল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ মিনিস্টেরিয়াল কলেক্টোরেট এম্প্লয়িজ ইউনিয়নের তরফ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ওপিএস, বেতন বৃদ্ধি সহ মোট ২২ দফা দাবিতে এই আন্দোলন শুরু করেছেন সরকারি কর্মীরা। এই আবহে আল্টিমেটামও দিয়েছেন সরকারি কর্মীরা।
পরবর্তী ফটো গ্যালারি