PAK vs AUS: নিজের প্রথম ওভারে দিলেন ২৪ রান, ২১ বলে রান বিলানোর হাফসেঞ্চুরি করে লজ্জার বিশ্ব রেকর্ড রউফের
Updated: 20 Oct 2023, 07:16 PM ISTলজ্জার নজির গড়ে ফেললেন হ্যারিস রউফ। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ বলে ৫০ রান বিলিয়ে বিশ্ব রেকর্ড করলেন। তবে তা হতাশার রেকর্ড। সেই সঙ্গে নিজের প্রথম ওভারে করতে এসেই দিলেন ২৪ রান। আর যথেচ্ছ রান বিলিয়ে নিজের পাশাপাশি পাকিস্তানের নাক কাটলেন রউফ।
পরবর্তী ফটো গ্যালারি