Paytm Share price Fall: 'নেই মামার দেশে' ২০৫০০ কোটি! বিনিয়োগকারীদের মাথায় বাজ ফেলে ৪২% পড়ল পেটিএম-এর শেয়ার
Updated: 05 Feb 2024, 01:11 PM ISTমাত্র তিনদিনেই পেটিএম-এর শেয়ার দর ৩৬৩.৫ টাকা পড়ে গিয়েছে। এর জেরে বিনিয়োগকারীদের মাথায় হাত। এদিকে সংস্থার শেয়ারের ট্রেডিং লিমিট ২০ থেকে নামিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আরবিআই-এর নিষেধাজ্ঞার পর থেকেই পেটিএম-এর শেয়ার বিক্রির হিড়িক দেখা যায়। তাই সংস্থার শেয়ারে এই পতন।
পরবর্তী ফটো গ্যালারি