Kiara Advani: মুম্বইয়ে এক অ্যাওয়ার্ড শোয়ে চরম বোল্ড লুকে কিয়ারা। লাল গাউনে সমস্ত লাইমলাইট নিজের উপর রাখলেন অভিনেত্রী। অ্যাওয়ার্ডস পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। দেখুন ছবি-
1/6রবিবার মুম্বইয়ে বসেছিল তারকাখচিত জি সিনে অ্যাওয়ার্ডসের আসর। বলিউডের একগুচ্ছ তারকা যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। রেড কার্পেটে সেরা লুকে ধরা দেন অভিনেতা, অভিনেত্রীরা। অ্যাওয়ার্ডস শোয়ের ছবি নেটদুনিয়ায় ছয়ালাপ। এ দিন লাল ঝলমলে গাউনে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আডবানি। (ছবি ইনস্টাগ্রাম)
2/6অ্যাওয়ার্ডস শোয়ে অফশোল্ডার ফুলহাতা গাউনে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন কিয়ারা। গাউনে কিয়ারার বক্ষবিভাজিকা উন্মুক্ত। ঊরুচেরা এই গাউন মাটি ছুঁয়েছে।
3/6এ দিন মিড পার্ট করে পাতা, খোলা চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী। চোখে আইলাইনার, কাজল, গালে ব্লাশ এবং ঠোঁটে ন্যুড রঙা লিপস্টিক ব্যবহার করেছেন কিয়ারা।
4/6শনিবার এবং রবিবার পর পর দুটি অ্যাওয়ার্ডস শোয়ে হাজির হয়েছিলেন কিয়ারা। দুদিনই রেড কার্পেটে কিয়ারার নজর কেড়েছে। দুই অ্যাওয়ার্ডস শোয়ের অ্যাওয়ার্ড পেয়ে নেটমাধ্যেমর পাতায় ছবি শেয়ার করে ভক্তদের কাছে এবং সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
5/6বিয়ের পর যেন কিয়ারার গ্ল্য়ামার আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। শনিবারের পর রবিবারের অ্যাওয়ার্ড শোয়ে কিয়ারা হাজির থাকলেও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা হাজির ছিলেন না।
6/6এ দিন ফ্য়াশন ডিজাইনার তানিয়া ঘাভরির আউটফিনে গ্ল্যাম ডিভা হয়ে ধরা দেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কিয়ারা।