শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার পর, বর্তমানে আদানি সিকিউরিটিজের BSE-তে বাজার মূলধন প্রায় ৭,১৫,৯৮৬.৯৭ কোটি টাকায় দাঁড়িয়ে। অথচ চলতি বছর ২৪ জানুয়ারিই এই শেয়ার দর প্রায় ১৯.২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে ছিল। ফলে এই অল্প সময়েই বাজার থেকে ১২ লক্ষ কোটি টাকারও বেশি স্রেফ 'হাওয়া' হয়ে গিয়েছে।
1/5এক মাসে ১২ লক্ষ কোটিরও বেশি পতন। ভারতীয় শেয়ার বাজারে ইতিহাসে রেকর্ড ধসের সাক্ষী আদানি গোষ্ঠী। এক সময়ে TCS, রিলায়েন্সের মতো নামী সংস্থাকেও শেয়ার বাজারে টপকে গিয়েছিল আদানি গোষ্ঠী। কিন্তু যতটা দ্রুত উত্থান হয়েছিল, তার থেকেও দ্রুত হল পতন। সৌজন্যে, মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট। ফাইল ছবি: এএফপি (AP)
2/5শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার পর, বর্তমানে আদানি সিকিউরিটিজের BSE-তে বাজার মূলধন প্রায় ৭,১৫,৯৮৬.৯৭ কোটি টাকায় দাঁড়িয়ে। অথচ চলতি বছর ২৪ জানুয়ারিই এই শেয়ার দর প্রায় ১৯.২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে ছিল। ফলে এই অল্প সময়েই বাজার থেকে ১২ লক্ষ কোটি টাকারও বেশি স্রেফ 'হাওয়া' হয়ে গিয়েছে। হিন্ডেনবার্গের আর্থিক জালিয়াতির অভিযোগের পর থেকে সেল অফের হিড়িকে ডুবেছে আদানির শেয়ার। ফাইল ছবি: এএফপি (AP)
3/5Stoxbox-এর প্রযুক্তিগত বিশ্লেষক রোহান শাহ লাইভমিন্টকে জানালেন, 'আদানি গোষ্ঠীর বাজার মূলধন এখন তার সর্বোচ্চ পর্যায়ের তুলনায় প্রায় ৭০% কম।' ফাইল ছবি: এএফপি (AP)
4/5শেয়ারের সঙ্গে পাল্লা দিয়ে গৌতম আদানি ব্যক্তিগত সম্পদ হ্রাস পেয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় এক সময়ে ২ নম্বরে উঠে এসেছিলেন গৌতম আদানি। আর বর্তমানে সেখান থেকে নেমে বিশ্বের ধনীতম ২৫-এর বাইরে চলে গিয়েছেন তিনি। ফোর্বস এবং ব্লুমবার্গে বিশ্বের ধনীতমদের তালিকায় যথাক্রমে ২৬ এবং ২৯ নম্বর স্থানে রয়েছেন তিনি। বুধবার তাঁর মোট সম্পদ ৪৫ বিলিয়ন মার্কিন ডলারেরও নিচে নেমে এসেছে। ফাইল ছবি: এপি (AP)
5/5ভীত বিনিয়োগকারী তথা বাজারকে আশ্বস্ত করার জন্য, আদানি গোষ্ঠী বারবার আশ্বাস দিয়েছে। তারা হিন্ডেনবার্গের রিপোর্ট ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে কিছু বড় অঙ্কের ঋণও পরিশোধ করেছে সংস্থা। এর পাশাপাশি হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে আদানি গোষ্ঠী। ফাইল ছবি: এপি (AP)