TMC in Meghalaya Elections 2023 Exit Polls: এবার মেঘালয়ে সরকার গঠনের ডাক দিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। সেটা যে কার্যত ডুমুরের ফুল হবে, সেটা নিয়ে রাজনৈতিক মহলের কোনও দ্বিমত ছিল না। তারইমধ্যে বুথফেরত সমীক্ষায় ইতিবাচক ইঙ্গিত পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
1/5জি ম্যাট্রিজ বুথফেরত সমীক্ষা: তৃণমূল কংগ্রেস আটটি থেকে ১৩ টি আসনে জিততে পারে। যদি ১৩ টি আসনে জিতে যায় তৃণমূল, তাহলে মেঘালয়ের রাজনীতিতে বড় ‘প্রোমোশন’ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমনিতে এবার কোনও দল ম্যাজিক ফিগার ৩১ পার করতে পারবে না। ২১-২৬ টি আসনে জিততে পারে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। বিজেপির ঝুলিতে ছয় থেকে ১১ টি আসনে যেতে পারে। কংগ্রেস জিততে পারে তিনটি থেকে ছ'টি আসনে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Mamata Banerjee)
2/5ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: মেঘালয়ে খাতা খুললেও তেমন গুরুত্বপূর্ণ শক্তি হবে না তৃণমূল। পাঁচটি থেকে ন'টি আসনে জিততে পারে তৃণমূল। ১৮ থেকে ২৪ টি আসনে জিততে পারে এনপিপি। আটটি থেকে ১২ টি আসনে জিততে পারে ইউডিপি। চারটি থেকে আটটি আসনে জিততে পারে বিজেপি। অন্যান্যরা চারটি থেকে আটটি আসনে জিততে পারে অন্যান্যরা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Mamata Banerjee)
3/5টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা: তৃণমূল আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে। ১৮ থেকে ২৬ টি আসনে জিততে পারে এনপিপি। আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে ইউডিপি। বিজেপির ঝুলিতে তিনটি থেকে ছ'টি আসন যেতে পারে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Mamata Banerjee)
4/5উল্লেখ্য, ২০১৮ সালের মেঘালয়ের বিধানসভা নির্বাচনে ২৪ টি আসনে লড়াই করেছিল তৃণমূল। ২৪ টি আসনেই জামানত জব্দ হয়েছিল। সেখান থেকে এবার বিধানসভা ভোটের আগে মেঘালয়ে প্রচারে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5২০১৮ সালের বিধানসভা ভোটে ২৪ টি আসনে লড়াই করেছিল। সব আসনেই জামানত জব্দ হয়েছিল তৃণমূলের। সেখান থেকে এবার নির্বাচনে অনেকটাই উন্নতি হতে চলেছে বলে বুথফেরত সমীক্ষায় আভাস মিলেছে। তবে মেঘালয়ের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সম্ভবত ‘কিংমেকার’ হতে পারবে না তৃণমূল। কারণ গতবার ইউডিপি, বিজেপির সঙ্গে জোট করে গতবার সরকার গড়েছিল এনপিপি। এবারও এনপিপি সেই পথে হাঁটতে পারে বলে রাজনৈতিক মহলের মত (ভোটের আগে জোট হয়নি)। তাছাড়া তৃণমূলের সঙ্গে এনপিপির জোটের সম্ভাবনা কার্যত নেই বলে মত সংশ্লিষ্ট মহলের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)