এই পদক্ষেপের মাধ্যমে কার্যত ভারতে ভোজ্য তেলের দাম ... more
এই পদক্ষেপের মাধ্যমে কার্যত ভারতে ভোজ্য তেলের দাম কমানোর প্রচেষ্টা করছে কেন্দ্র। কেন? কারণ গত কয়েক মাসে আন্তর্জাতিক স্তরে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। এদিকে পাল্লা দিয়ে দেশের অভ্যন্তরে চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ক্রমেই দাম বেড়ে চলেছে।
1/5ট্যারিফ রেট কোটা (TRQ) পদ্ধতির অধীনে সয়াবিন তেল এবং সূর্যমুখী তেল আমদানির উপর আমদানি শুল্ক বন্ধ করেছে ভারত সরকার। এর পাশাপাশি এই দু'টি তেলের আমদানিতে কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস তুলে দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
2/5এই পদক্ষেপের মাধ্যমে কার্যত ভারতে ভোজ্য তেলের দাম কমানোর প্রচেষ্টা করছে কেন্দ্র। কেন? কারণ গত কয়েক মাসে আন্তর্জাতিক স্তরে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। এদিকে পাল্লা দিয়ে দেশের অভ্যন্তরে চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ক্রমেই দাম বেড়ে চলেছে। এমতাবস্থায়, ফের আমদানি করে ছাড় দেওয়ার মাধ্যমে সরকার দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
3/5TRQ-এর মাধ্যমে ভারতে কোনও নির্দিষ্ট দ্রব্যের, নির্দিষ্ট পরিমাণে আমদানির ক্ষেত্রে কম বা শূন্য-শুল্ক হারের অনুমতি দেওয়া হয়। একবার কোটা পূরণ হয়ে গেলে, তারপর অতিরিক্ত আমদানির ক্ষেত্রে সাধারণ হারেই শুল্ক প্রয়োগ করা হয়। ছবিটি প্রতীকী : রয়টার্স (Bloomberg)
4/5২০২২ সালের মে মাসে, সরকার ২০২২-২৩ এবং ২০২৩-২৪ উভয় অর্থবর্ষের জন্য ২০ লক্ষ টন TRQ ছাড়ের জন্য আবেদন জমা করার জন্য আহ্বান জানায়। তবে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেলের উৎপাদন বৃদ্ধির কারণে, ২০২৩-২৪ অর্থবর্ষে TRQ সুবিধা প্রত্যাহার করা হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
5/5কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোজ্যতেলের দাম বৃদ্ধির বর্তমান পরিস্থিতি এবং ক্রেতাদের উপর এর প্রভাব নিয়ে তাঁরা আলোচনা করেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে জিনিসপত্রের দাম রাখতে সরকার আরও পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)