Air India-র বিমানে মহিলা যাত্রীকে হুল ফুটিয়ে দিল বিছে!
Updated: 06 May 2023, 04:07 PM ISTগত ২৩ এপ্রিল এই ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত যাত্রীর চিকিত্সা-সুশ্রষার ব্যবস্থা করা হয়েছিল। এর আগে বিমানে পাখি, ইঁদুর এমনকি সাপের কথা শোনা গিয়েছে। তবে বিছের ঘটনা বোধ হয় এই প্রথম।
পরবর্তী ফটো গ্যালারি