গত ২৩ এপ্রিল এই ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত যাত্রীর চিকিত্সা-সুশ্রষার ব্যবস্থা করা হয়েছিল। এর আগে বিমানে পাখি, ইঁদুর এমনকি সাপের কথা শোনা গিয়েছে। তবে বিছের ঘটনা বোধ হয় এই প্রথম।
1/5বিমানে যাচ্ছেন। অনেক শান্তি। শীততাপ নিয়ন্ত্রিত। নরম গদি দেওয়া সিট। বিমানসেবিকাদের অ্যাপায়ন। এমন সময়ে যদি আপনাকে বিছেতে হুল ফুটিয়ে দেয়? ভাবছেন, 'ধুর! এমন আবার হয় নাকি!' তাহলে জেনে রাখুন, বাস্তব এটাই। নাগপুর থেকে মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার উড়ানে যাচ্ছিলেন এক যাত্রী। আর এমন সময়েই তাঁকে বিছেতে হুল ফুটিয়ে দেয়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5গত ২৩ এপ্রিল এই ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত যাত্রীর চিকিত্সা-সুশ্রষার ব্যবস্থা করা হয়েছিল। এর আগে বিমানে পাখি, ইঁদুর এমনকি সাপের কথা শোনা গিয়েছে। তবে বিছের ঘটনা বোধ হয় এই প্রথম। ফাইল ছবি : এএনআই (Reuters)
3/5এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘অত্যন্ত বিরল এবং দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। একটি বিছে এক যাত্রীকে দংশন করেছিল। ২৩ এপ্রিল ২০২৩-এ আমাদের AI 630 উড়ানে যাত্রা করছিলেন তিনি।’ ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Reuters)
4/5মহিলা যাত্রীর প্রায় সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বিমান অবতরণ করার সময়েই ওই যাত্রীর জন্য বিমানবন্দরে ডাক্তার উপস্থিত ছিলেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। যাত্রীর সঙ্গে এয়ার ইন্ডিয়ার আধিকারিকরাও হাসপাতালে গিয়েছিলেন। তাঁকে সমস্ত সহায়তার প্রস্তাবও দেন তাঁরা। এমনটাই জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং টিম বিমানটির পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করে। 'আমাদের দল প্রোটোকল মেনে বিমানের সম্পূর্ণ পরিদর্শন করে। সেই সময়েই সেই বিছের খোঁজ মেলে। সেটি সরানোর পর বিমানে পেস্ট রিমুভালের যথাযথ ধোঁয়া চালানো হয়। যাত্রীদের যন্ত্রণা এবং অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত,' জানিয়েছে এয়ার ইন্ডিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)