পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কৃষকদের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে। এই স্কিমের মাধ্যমে কৃষকদের সহজেই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ব্যাঙ্কের থেকে কৃষকদের ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়া হচ্ছে এই স্কিমে। এই অর্থ অবশ্য কৃষিকাজ ছাড়াও ব্যক্তিগত চাহিদা পূরণেও ব্যবহার করা যেতে পারে। ব্যাঙ্কের কোন স্কিমের অধীনে এই টাকা দেওয়া হচ্ছে? কীভাবে এর জন্য আবেদন করা যাবে?
1/5পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের পিএনবি কিষাণ তৎকাল ঋণ প্রকল্পের সুবিধা প্রদান করছে। এর অধীনে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে। পিএনবি টুইট করে এই সুবিধা সংক্রান্ত বিশদ তথ্য দিয়েছে। এক নজরে জেনে নিন কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। ফাইল ছবি : মিন্ট
2/5পিএনবি তাদের অফিশিয়াল টুইটে লিখেছে যে প্রতিটি কৃষকের চাহিদা মেটাতে তারা কিষাণ তৎকাল ঋণ প্রকল্প চালু করেছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে যে এই স্কিমের অধীনে, কৃষিকরা কৃষিকাজ বা ঘরোয়া প্রয়োজনের জন্য অর্থের জন্য আবেদন করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/5পিএনবি-র তৎকাল ঋণ প্রকল্পের সুবিধা নিতে একজনকে কৃষক হতে হবে। ব্যাঙ্কের মতে, যাদের ইতিমধ্যে কিষাণ ক্রেডিট কার্ড আছে, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এ জন্য তাদের বিগত দুই বছরের সঠিক ব্যাঙ্ক রেকর্ড থাকা আবশ্যক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুসারে, কৃষকরা তাদের বর্তমান ঋণ সীমার ২৫ শতাংশ পর্যন্ত অর্থ পেতে পারে কিষাণ তৎকাল ঋণ প্রকল্পের অধীনে। কৃষকরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পেতে পারেন এই প্রকল্পের অধীনে। এই ঋণ নিতে কৃষকদের কোনও কিছু বন্ধক রাখতে হবে না বা কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5এই প্রকল্পের অধীনে, কৃষকদের ঋণের পরিমাণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৫ বছর সময় দেওয়া হবে। এই ঋণের কিস্তিও সহজ রাখা হয়েছে যাতে কৃষকরা তা পরিশোধে কোনও সমস্যায় না পড়েন। ঋণ নেওয়ার জন্য কৃষকরা পিএনবি-এর শাখায় গিয়ে আবেদন করতে পারেন। এখানে আপনি ফর্ম চেয়ে ঋণের জন্য আবেদন করতে পারেন। একই সময়ে, অনলাইনেও এই ঋণের জন্য আবেদন করা যেতে পারে। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ঋণের জন্য আবেদন জানানো যেতে পারে। (ছবিটি প্রতীকী)