২০২২-২৩-এ শীত মোটামুটি ভালই পড়েছিল। সেভাবে অসময়ের... more
২০২২-২৩-এ শীত মোটামুটি ভালই পড়েছিল। সেভাবে অসময়ের বৃষ্টির মতো সমস্যাও হয়নি। সেই কারণে এবারে আলুর দুর্দান্ত ফলন হয়েছে মালদায়। তবে শুধু আলুর ভাল ফলন হলেই তো হবে না! কালোবাজারি, ফড়েদের দৌলতে কৃষক ও ক্রেতা- উভয়েরই কপাল পোড়ে।
1/6আলুর রেকর্ড উত্পাদন হতে পারে মালদায়। ফলে দাম হতে পারে সস্তা। মরশুমের শুরুতেই কৃষকদের জন্য হিমঘর খোলার বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আলুর বন্ড নিয়ে কালোবাজারি রুখতেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিস্তরীয় পদ্ধতিতে যাচাই করা হবে। আগামী ১ মার্চ থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে আলু মজুত শুরু হবে। অন্যদিকে ৭ মার্চ থেকে উত্তরবঙ্গের হিমঘরে আলু রাখা হবে। ফাইল ছবি: রয়টার্স (PTI)
2/6২০২২-২৩-এ শীত মোটামুটি ভালই পড়েছিল। সেভাবে অসময়ের বৃষ্টির মতো সমস্যাও হয়নি। সেই কারণে এবারে আলুর দুর্দান্ত ফলন হয়েছে মালদহে। তবে শুধু আলুর ভাল ফলন হলেই তো হবে না! ফাইল ছবি: এএনআই (PTI)
3/6কালোবাজারি, ফড়েদের দৌলতে কৃষক ও ক্রেতা- উভয়েরই কপাল পোড়ে। কৃষকরা সঠিক দাম পান না। অন্যদিকে আমজনতার সামান্য আলু-ভাতে খেতে গিয়েই পকেট ফাঁকা হয়ে যায়। প্রতীকী ছবি (PTI Photo) (PTI)
4/6এই কারণেই এবার শুরু থেকেই কড়া নজর রাখছে রাজ্য সরকার। ইতিমধ্যেই হিমঘর কর্তৃপক্ষ, কৃষি ও কৃষি বিপণন দফতর এবং ব্লক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
5/6 ক্ষেতে আলু মোটামুটি রেডি। মার্চের প্রথম সপ্তাহ থেকেই জমি থেকে আলু তোলা শুরু হয়ে যাবে। এর সেই আলু যাতে সরসারি হিমঘরে পৌঁছে যায়, তার জন্য প্রশাসন তত্পর। ইতিমধ্যেই আলুর বন্ডের জন্য কৃষিজীবীরা ব্লক কৃষি দফতরে আবেদনপত্র জমা করা শুরু করেছেন। ফাইল ছবি: পিটিআই (PTI)
6/6এবার সেই আবেদন পৌঁছে যাবে বিডিও-র কাছে। সেখান থেকে কৃষি বিপণন দফতরের হাতে ঘুরে খোদ জেলাশাসকের কাছে যাবে। ফলে হিমঘরে আলু মজুতের প্রক্রিয়া নিয়ে এবার যথেষ্ট কড়া নজর রাখা হচ্ছে। ফাইল ছবি: পিটিআই (PTI)