বাংলা নিউজ > ছবিঘর > Pre Monsoon Heavy Rain Forecast: এখনও দেশে ঢুকল না বর্ষা, তার আগেই বহু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস IMD-র

Pre Monsoon Heavy Rain Forecast: এখনও দেশে ঢুকল না বর্ষা, তার আগেই বহু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস IMD-র

সাধারণত ভারতে ১ জুন ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে যায় বর্ষা। তবে এবার ভারতে বর্ষা আগমনে বিলম্ব ঘটছে। এই বিলম্বের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আইএমডি আগেই জানিয়েছিল যে এবছর ১ জুনের বদলে কেরলে বর্ষা ঢুকতে পারে ৪ মে। তবে আজ বর্ষা প্রবেশ করছে না। আরও কিছুদিন সময় লাগতে পারে।