দাম বেড়েছে আমূল দুধের, ইউক্রেনের যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতীয় মধ্যবিত্তদের রান্নাঘরে। অনেক খাতে বাড়ছে খরচ...
1/7১ মার্চ থেকে বেড়েছে আমূল দুধের দাম। প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়ল দুধের। আর্থাত ৫০০ মিলিলিটারের প্যাকেট দুধ কিনত এখন খরচ করতে হবে অতিরিক্ত এক টাকা। (Instagram )
2/7মূল্যবৃদ্ধির জেরে বর্তমানে আমূল গোল্ডের ৫০০ মিলিলিটারের প্যাকের দাম ৩০ টাকা হয়েছে, ৫০০ মিলিলিটারের আমূল তাজা বিক্রি হচ্ছে ২৪ টাকায়, ৫০০ মিলিলিটারের আমূল শক্তি বিক্রি হচ্ছে ২৭ টাকায়। (Instagram )
3/7এদিকে ইউক্রেনে যুদ্ধের আবহে ভোজ্য তেলের দাম বেড়েছে। যুদ্ধের পরিস্থিতিতে ইউক্রেন থেকে সূর্যমুখী তেল (সাদা তেল) রফতানি বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব বাজারে পাম তেলের দাম হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Instagram )
4/7বর্তমানে ভারত ক্রুড পাম তেল আমদানি করছে টন প্রতি ১৯২৫ ডলার দরে। অন্যদিকে, ক্রুড সয়াবিন তেলের দাম আমদানি হচ্ছে ১৮৬৫ ডলার দরে। ক্রুড রেপসিড তেলের দাম প্রায় টন প্রতি ১৯০০ ডলার। ছবি : ইনস্টাগ্রাম (Instagram )
5/7ভোভারত নিজেদের চাহিদার মোট ৭০ শতাংশ সূর্যমুখী তেল ইউক্রেন থেকে আমদানি করে। বাকি ২০ শতাংশ সূর্যমুখী তেল আসে রাশিয়া আসে। এই পরিস্থিতিতে ভারতের সাদা তেলের আমদানি ধাক্কা খেয়েছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে বাজারে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান) (Instagram )
6/7এলপিজি সিলিন্ডারের নতুন দর প্রকাশিত হয়েছে গতকালই। জানানো হয়, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা করে বেড়েছে। আগামী সপ্তাহ থেকে গার্হস্থ্য সিলিন্ডারের দামও একলাফে ১০০ থেকে ২০০ টাকা বাড়তে পারে বলে আশঙ্কা। উল্লেখ্য, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে, তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজির দাম ঘোষণা করে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ফলে আগামী মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Instagram )
7/7বর্তমানে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯০৭ টাকার পরিবর্তে ২০১২ টাকা হয়েছে। কলকাতায় আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৮৭ থেকে বেড়ে ২০৯৫ হয়েছে। মুম্বইতে এর দাম ১৮৫৭ টাকা থেকে বেড়ে ১৯৬৩ টাকা হয়েছে। চেন্নাইতে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার কিনতে খসাতে হবে ২১৪৫ টাকা ৫০ পয়সা। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Instagram )