Rain Forecast in West Bengal: আগামী ১৯ জুলাই থেকে রাজ্যের তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকেই ওই তিন জেলায় ভারী বর্ষণ শুরু হবে। রাজ্যের বাকি জেলাগুলিতে কবে, কী পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তা জেনে নিন -
1/6ভারী বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গকে আরও অপেক্ষা করতে হবে। সাময়িক ‘বিরতির’ পর উত্তরবঙ্গে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির মাত্রা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কম সময়ের জন্য হবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ায় সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ বেশি হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/6তারইমধ্যে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় তুলনায় বেশি বৃষ্টি হবে। তবে সেটা তেমন বেশি নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6তারইমধ্যে আগামিকাল এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে। তবে উপরের পাঁচ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6সোমবার (১৮ জুলাই) থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃষ্টির মাত্রা বাড়বে। সেদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭০ থেকে ২০০ মিলিমিটার) পূর্বাভাস আছে। দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস আছে। বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)