Kolkata Weather Today: বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। তার ফলে জামাইষষ্ঠীতে উত্তরবঙ্গ ভাসতে চলেছে। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। এদিকে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। তবে তা সত্ত্বেও আদ্রতাজনিত সমস্যায় ভুগতে হবে দক্ষণবঙ্গবাসীকে। আজকে আবার জামাই ষষ্ঠী। তাই শ্বশুরবাড়ি যাওয়া আগে দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া:
1/4উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস আছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ৭০ থেকে ১১০ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4রবিবার দিনের আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণে। বিকেলে ঝড়-বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4আজ কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। শনিবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)