রাজস্থান ঘোরার শুরুটা হল দরগায় পুজো দিয়ে। একগুচ্ছ ছবি শেয়ার করেন ‘রাজশ্রী’।
1/5আজমেঢ় শরিফ দরগায় পুজো দিয়ে রাজস্থান ভ্রমণের শুরুটা করলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নীল রঙের কুর্তা, পঞ্জাবি, মাথায় ফেজ টুপি পরে দরগায় গিয়েছিল ইউভান। সেখানের বেশকিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ‘রাজশ্রী’। তবে, এই নিয়ে বেশ কটাক্ষও হল। ছবি ভাইরাল হতেই ধর্মবিদ্বেষীদের তোপে পড়লেন তারকা জুটি।
2/5দরগায় মায়ের কোলে চুপটি করে বসে আছে খুদে। এটাই এখন সোশ্যাল মিডিয়ার হট ফেভারিট। সাদা কুর্তার সাথে পিচ কালারের ওড়না ও প্যান্টে এদিন দেখা মিলল শুভশ্রীর। সাথে অবশ্যও ইউভানের মাথায় ফেজ টুপি পরানো নিয়ে শুভশ্রীকে লম্বা লেকচার দিতেও ছাড়েনি কেউ কেউ।
3/5রাজের সাথে তোলা এই ছবিটিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘ইবাদাত’।
4/5দরগার ভিতরে তোলা এই ছবিগুলিও নিজের প্রোফাইলে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
5/5শনিবার সকালে প্রথম এই ছবিটি শেয়ার করে রাজ রাজস্থান ঘুরতে যাওয়ার খবর দেন। যেখানে মাম্মা শুভশ্রীর কোলে চেপে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। পরে এয়ারপোর্ট থেকেও একটা ‘গ্রুফি’ পোস্ট করেন।