Updated: 01 Dec 2021, 07:12 PM IST
লেখক Priyanka Bose
২০১৪ সালে ঘোষণা হয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’র। কবে মুক্তি পাবে ‘রালিয়া’ জুটির প্রথম ছবি? ধর্মা প্রোডাকশনের তরফে শ্য়ুটের বেশ কিছু ঝলক শেয়ার করা হয়েছে।
1/5গত তিন বছর ধরে পিছোচ্ছে রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির তারিখ। যার ফলে রীতিমতো হতাশ হচ্ছেন ‘রালিয়া’ ভক্তরা। (ছবি ইনস্টাগ্রাম)
2/5অনুরাগীদের জুন্য কৌতুহল বজায় রেখে পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
3/5ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং, কিন্তু এখনও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিং শেষ হয়নি!
4/5বিগ বাজেটের ছবিতে রয়েছে একাধিক স্টার কাস্ট। রিয়েল লাইফের জুটি রণবীর আলিয়াকে এই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা যাবে। রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন প্রমুখ।
5/5‘ব্রহ্মাস্ত্র’র সেট থেকে বেশ কিছু ঝলক শেয়ার করা হয়েছে ধর্মা প্রোডাকশনের তরফে। কবে রুপোলি পর্দায় দেখা যাবে ‘রালিয়া’ জুটিকে? অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।