Sheikh Shahjahan: বাম যুগের ‘ফসল’, নুসরতের জয়ের ‘হিরো’- কোন শাহজাহানের ডেরায় গিয়ে রক্তাক্ত হল ED?
Updated: 05 Jan 2024, 02:03 PM ISTশেখ শাহজাহান- শুক্রবার সকালের আগেও সন্দেশখালির বাইরের হাতেগোনা কয়েকজন মানুষ যে নামটা জানতেন, সেই নামটা ছড়িয়ে পড়ল পুরো দেশে। রেশন দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হল ইডি। ঝরল রক্ত। কিন্তু কে এই শাহজাহান, কীভাবে উত্থান তাঁর, তা জেনে নিন।
পরবর্তী ফটো গ্যালারি