বাংলা নিউজ > ছবিঘর > RBI Guv on Repo Rate: 'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের', রেপো রোট নিয়ে বড় ঘোষণা RBI গভর্নরের

RBI Guv on Repo Rate: 'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের', রেপো রোট নিয়ে বড় ঘোষণা RBI গভর্নরের

ভারতীয় অর্থনীতি ক্রমেই আরও শক্তিশালী এবং স্থিতিশীল হচ্ছে বলে জানান আরবিআই গভর্নর। এই আবহে রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল আরবিআই। এর ফলে ঋণ গ্রহণকারী আম জনতা কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে আমানতকারীদের জন্য সুদের হার হয়ত বাড়াবে না ব্যাঙ্কগুলি।