Repo Rate Unchanged by RBI: রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, নতুন অর্থবর্ষে স্বস্তি পাবেন আম জনতা?
Updated: 06 Apr 2023, 10:38 AM ISTরেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল আরবিআই। মনেটরি পলিসির বৈঠক শেষে আজ আরবিআই গভর্নর রেপো রেট নিয়ে বড় ঘোষণা করেন। মনে করা হচ্ছে, আজকের ঘোষণার ফলে ঋণ গ্রহণ করা আম জনতা কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন। তবে আমানতকারীরা হয়ত নতুন করে কোনও ‘উপহার’ পাবেন না ব্যাঙ্কগুলি থেকে।
পরবর্তী ফটো গ্যালারি