বাংলা নিউজ > ছবিঘর > Restrictions on Apple Import: নির্দিষ্ট মানের আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞা সরকারের, বাজারে পড়বে কোন প্রভাব?

Restrictions on Apple Import: নির্দিষ্ট মানের আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞা সরকারের, বাজারে পড়বে কোন প্রভাব?

নির্দিষ্ট মানের আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। 'ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড' এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। তবে সব ধরনের আপেলের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে ভুটানের থেকে সব মানের আপেলই আমদানি করা যাবে বলে জানিয়েছে ডিজিএফটি।