বাংলা নিউজ > ছবিঘর > Putin praises Modi: 'একদম ঠিক করছেন মোদী, ভারতের থেকে শেখা উচিত আমাদের', 'বন্ধু'র প্রশংসায় পুতিন

Putin praises Modi: 'একদম ঠিক করছেন মোদী, ভারতের থেকে শেখা উচিত আমাদের', 'বন্ধু'র প্রশংসায় পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি। সম্প্রতি ইস্টার্ন ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ভারতের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের প্রশংসা করেন পুতিন। গাড়ি তৈরি খাত নিয়ে আলোচনার সময় ভারতের প্রশংসা শোনা যায় রুশ প্রেসিডেন্টের গলায়। ভারতকে 'পার্টনার' বলেও সম্বোধন করেন তিনি।