SA vs NZ: একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন প্রোটিয়া ব্যাটাররা, ছয় মেরেই করল বিশ্ব রেকর্ড
Updated: 01 Nov 2023, 07:54 PM ISTএকেবার স্বপ্নের ছন্দে পারফরম্যান্স করে চলেছে দক্ষিণ আফ্রিকা। একের পর এক ছয় মেরে নজির গড়ে ফেলেছে প্রোটিয়ারা। তারা ছক্কা হাঁকিয়ে গড়ে ফেলেছে বিশ্ব রেকর্ড। ভেঙে দিয়েছে বাকি দেশের ছক্কা মারার যাবতীয় নজির।
পরবর্তী ফটো গ্যালারি