Solar Eclipse 2022 Images: আজ শেষ সূর্যগ্রহণ হল। যা চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। কলকাতা-সহ ভারতের অধিকাংশ জায়গা থেকে গ্রহণ দেখা গিয়েছে। কলকাতায় গ্রহণ শুরু হয় বিকেল চারটে ৫২ মিনিট তিন সেকেন্ডে। দেখুন গ্রহণের ছবি -
2/13ভোপালে ‘সবুজ’ সূর্য ধরা পড়ল ক্যামেরায়। সূর্যগ্রহণের সময় সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। (ছবি সৌজন্যে এএনআই)
3/13সূর্যগ্রহণের মধ্যেই সূর্যাস্ত কলকাতায়। অপূর্ব দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। বিকেল ৪ টে ৫২ মিনিট ৫ সেকেন্ড থেকে সূর্যগ্রহণ শুরু হয়। (ছবি সৌজন্যে, পিনাকী ভট্টাচার্য/হিন্দুস্তান টাইমস)
4/13পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশার ভুবনেশ্বর থেকে দেখা গেল আংশিক সূর্যগ্রহণ। (ছবি সৌজন্যে এএনআই)
5/13হরিয়ানার কুরুক্ষেত্র থেকে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গ্রহণের সময় পুণ্যস্নান সারছেন অনেকে। (ছবি সৌজন্যে এএনআই)
6/13জম্মু থেকে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ। সূর্যের কিছুটা অংশ 'খেয়ে' নিয়েছে। (ছবি সৌজন্যে এএনআই)
7/13অমৃতসরে শুরু সূর্যগ্রহণ। রক্তবর্ণের মতো হয়ে গেল সূর্য। (ছবি সৌজন্যে এএনআই)
8/13দক্ষিণ সুইডেনের মালমো থেকে দেখা গেল সূর্যগ্রহণ। শহরের ঐতিহাসিক স্থান থেকে ধরা পড়ল সূর্যগ্রহণের ছবি। (ছবি সৌজন্যে এএফপি)
9/13বেলজিয়ামের অন্তরাপে ঢেকে গেল সূর্যের একাংশ। এটা আংশিক সূর্যগ্রহণ হচ্ছে। ফলে ‘রিং অফ ফায়ার’ হবে না। (ছবি সৌজন্যে এপি)
10/13মস্কোর পরিষ্কার, ঝকঝকে আকাশে সূর্যগ্রহণ। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। (ছবি সৌজন্যে এএফপি)
11/13বেলজিয়ামের ইসেলাসে চলছে সূর্যগ্রহণ। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২ টো ২৮ মিনিট থেকে আইসল্যান্ডে সূর্যগ্রহণ শুরু হয়েছে। যা ভারতীয় উপকূলে শেষ হবে। (ছবি সৌজন্যে এএফপি)
12/13সুইডেনের রাজধানী স্টোকহম থেকেও সূর্যগ্রহণ দেখা গিয়েছে। সূর্যকে স্টকহোমের আকাশ থেকে দেখে মনে হচ্ছিল যেন অর্ধচন্দ্র। (ছবি সৌজন্যে এএফপি)