1/6বোল্ড লুকে ঝড় তোলবার জাদুমন্ত্র জানা আছে সোফির। অভিনয় বা গান নিয়ে ব্যস্ততা না থাকলে নিয়ম করে সেরে ফেলেন ফটোশ্যুট, কখনও আবার পছন্দের লোকেশনে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6বি-টাউনে ফ্যাশনিস্তা হিসাবেই পরিচিত সোফি। অতি-সাধারণ পোশাকেও নতুন মাত্রা যোগ করেন এই অভিনেত্রী। ডিজাইনার হাউজ ম্যাসন ব্লু-র আইভরি সাদা শার্টে দেখা মিলল সোফির। সঙ্গে রুপোলি বিডসের কাজ, কাঁধের কাছে সোনালি ও গোলাপি রঙা কারুকর্য করা। শার্টের ফাঁক দিয়ে স্পষ্ট নায়িকার বক্ষযুগল।
5/6উন্মুক্ত বক্ষ-বিভাজিকার ভাঁজে সোশ্যাল মিডিয়া সর্বদাই উষ্ণতা ছড়ান সোফি। তাঁর ফলোয়ার সংখ্যাও কম নয়। ইনস্টাগ্রামে ২১ লক্ষের বেশি মানুষ ফলো করেন সোফিকে।
6/6ক্রপ টপ, বিকিনি কিংবা রাত পোশাক- সবতেই মোহময়ী সোফি। লক্ষ পুরুষ হৃদয়ের ঘুম কেড়ে নেন মুহূর্তেই! (ছবি-ইনস্টাগ্রাম)