বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > স্পিন খেলার লোক নেই, ফিনিশারের অভাব, ফাইনালের আগে ভারতের যে পাঁচ খুঁত দেখিয়ে দিল বাংলাদেশ

স্পিন খেলার লোক নেই, ফিনিশারের অভাব, ফাইনালের আগে ভারতের যে পাঁচ খুঁত দেখিয়ে দিল বাংলাদেশ

ভারতীয় স্পিন ইউনিটের ব্যর্থতা এদিনের হারের অন্যতম কারণ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পরীক্ষা করার বিষয়টি অবশ্যই ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। প্লেয়িং একাদশে এক সঙ্গে পাঁচটি পরিবর্তন করেছিলেন রোহিত শর্মা। এদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং ইউনিট ছিল সম্পূর্ণ ফ্লপ।