2/8এদিন ইনস্টাগ্রাম পোস্টে সবার প্রথম নিজের বিয়ের খবর জানান দেবশ্রী। সাদা ও দুধে আলতা বেনারসিতে সেজে ভারি মিষ্টি লাগত কনেকে। সঙ্গে মাথা রাঙানো লাল সিঁদুরে। গা ভর্তি শোনার গয়না, আর গলায় গোলাপের মালা।
3/8দেবশ্রীর স্বামীর নাম অমিত ভাটিয়া। 'হ্যালো হ্যাজব্যান্ড' ক্যাপশন লিখে বিয়ের মুহূর্তের ছবি পোস্ট করেন দেবশ্রী। এটা শুভশ্রীর দিদির দ্বিতীয় বিয়ে। তাঁর বছর ১৮-র ছেলেও রয়েছে। নাম অনীশ।
4/8গতকালই ইনস্টাগ্রামে মেহেন্দি রাঙা হাতের ছবি পোস্ট করে বিয়ের আগাম সুখবর দিয়ে রেখেছিলেন দেবশ্রী।
5/8ইনস্টাগ্রামে দিদির বিয়ের ফ্রেমবন্দি রঙিন মুহূর্ত পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘একটা নতুন পথচলা শুরু, যেই মুহূর্তগুলো আজীবন আমরা আগলে রাখব। তোমাদের দুজনের আগামির সব আশা-আকাঙ্খা আর স্বপ্ন পূরণ হোক। আজ থেকেই শুরু হল আমার সবচেয়ে প্রিয় দেবশ্রীর নতুন জীবন। খুব খুশি থাক, পরিবারে স্বাগত জামাইবাবু’।