৩ লাখের বেশি সিমকার্ড, ১.৪০ লক্ষ মোবাইল নম্বর ব্লক করল কেন্দ্র! আর্থিক প্রতারণা রুখতে পদক্ষেপ, সাবধান হোন এভাবে
Updated: 11 Feb 2024, 02:16 PM ISTসাইবার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচি... more
সাইবার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচিব বিবেক যোশী সদ্য একটি বৈঠকে বসেন। সেখান উঠে আসে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের কথা।
একটু অসতর্ক হলেই বেগতিক! আর্থিক প্রতারণার জাল বিছিয়ে রাখা প্রতারকরা সেই সুযোগেই লক্ষ লক্ষ টাকা হাপিশ করে দিচ্ছে। এদিকে, আর্থিক প্রতারণা ঠেকাতে কেন্দ্র হল তৎপর। কেন্দ্রের তরফে ১.৪০ লাখ মোবাইল নম্বর সদ্য ব্লক করা হয়েছে। এছাড়াও ৩.৮ লাখ সিম কার্ড ব্লক করা হয়েছে। এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি