Trains to Puri: আগামী জুলাইয়ের শেষপর্যন্ত পুরীগামী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। যে ট্রেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাবে। ফলে একই ট্রেনে করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ পুরীতে যেতে পারবেন। দেখে নিন সেই ট্রেনের সূচি এবং কোথায় কোথায় দাঁড়াবে -
1/3০৫৮৭০ রঙ্গপাড়া নর্থ-পুরী স্পেশাল ট্রেন: প্রতি সোমবার ভোর পাঁচটায় রঙ্গপাড়া নর্থ থেকে ট্রেন ছাড়বে। সেই ট্রেন আজ (১৩ জুন) থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/3০৫৮৬৯ পুরী-রঙ্গপাড়া নর্থ: প্রতি বুধবার ভোর পাঁচটায় পুরী থেকে ছাড়বে। আগামী বুধবার (১৫ জুন) থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/3কোন কোন স্টেশনে দাঁড়াবে? নিউ মিসামারি, উদলগিরি, ত্যাংলা, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝোর, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)