শুরুতে ঠিক হয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে পিএসএজি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অর্থাৎ লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ান রোনাল্ডোর (সিআর৭) মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু 'সফটওয়্যার সমস্যার জেরে' সেই ড্র বাতিল হয়ে যায়। নয়া ড্রয়ে কোন দল কার বিরুদ্ধে নামবে, তা দেখে নিন -
1/9চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-য় কে কার বিরুদ্ধে খেলবে? তবে হচ্ছে না মেসি-CR7 দ্বৈরথ (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)