Vande Bharat through Coromandel Crash Spot: করমণ্ডলের দুর্ঘটনাস্থল দিয়ে আজ ছুটল বন্দে ভারত, কত দেরিতে পুরী পৌঁছল ট্রেনটি
Updated: 05 Jun 2023, 12:16 PM ISTবাহানগা স্টেশনের বাইরে যেখানে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই স্থানের মেরামতি হয়ে গিয়েছে। আজ সকাল থেকে সেখান দিয়ে যাত্রীবাহী ট্রেন যাচ্ছে। এই আবহে দু'দিন বাতিল থাকার পর পুরীগামী বন্দে ভারতও হাওড়া থেকে ছেড়ে যায় আজ।
পরবর্তী ফটো গ্যালারি