আজ থেকে শুরু হল হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের যাত্রী পরিষেবা। এই নিয়ে রাজ্য দ্বিতীয় বন্দে ভারত পেল। এর আগে হাওড়া থেকে এনজেপি রুটে চালু হয়েছিল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই দুই ট্রেনের মধ্যে হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের ট্রেনের টিকিটের দাম কম। দেখে নিন হিসেব।
1/5হাওড়া থেকে এনজেপি যেতে এসি চেয়ারকারের ভাড়া দিতে হয় ১,৫৬৫ টাকা। এই ভাড়ায় অন্তর্ভুক্ত জিএসটি ও খাবারের দাম। এর অর্থ প্রতি কিলোমিটার যেতে এক যাত্রীকে খরচ করতে হচ্ছে প্রায় ২ টাকা ৭৭ পয়সা। তবে হাওড়া থেকে পুরীতে যেতে প্রতি কিলোমিটারে আরও কম খরচ করতে হবে যাত্রীদের। (PTI)
2/5উল্লেখ্য, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির রেলপথে দূরত্ব ৫৬৫ কিমি। এই আবহে বন্দে ভারতে করে হাওড়া থেকে এনজেপি যেতে লাগে এসি চেয়ারকারে লাগে ১৫৬৫ টাকা। অর্থাৎ, প্রতি কিলোমিটারে যাত্রীদের থেকে গড়ে ২ টাকা ৭৭ পয়সা আদায় করছে রেল। এদিকে হাওড়া থেকে পুরীর দূরত্ব ৫০২ কিলোমিটার। এই রুটে যাত্রীদের থেকে আরও কম ভাড়া নিচ্ছে রেল। (PTI)
3/5বন্দে ভারতে করে হাওড়া থেকে পুরী পর্যন্ত ৫০২ কিমি রেলপথ অতিক্রম করতে এসি চেয়ারকারের টিকিটের জন্য খরচ করতে হচ্ছে ১২৬৫ টাকা। অর্থাৎ, প্রতি কিলোমিটারে যাত্রীদের থেকে রেল আদায় করছে প্রায় ২ টাকা ৫২ পয়সা। এই আবহে প্রতি কিলোমিটারে ২৫ পয়সা করে কম লাগছে হাওড়া-পুরী বন্দে ভারতে চাপতে। (PTI)
4/5এদিকে এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া থেকে পুরী যেতে খরচ করচে হবে ২৪২০ টাকা। অর্থাৎ, প্রতি কিলোমিটারে যাত্রীদের খরচ হচ্ছে ৪ টাকা ৮২ পয়সা। অপরদিকে এক্সিকিউটিভ ক্লাসে করে হাওড়া থেকে এনজেপি যেতে খরচ হয় ২৮২৫ টাকা। এর অর্থ, প্রতি কিমিতে যাত্রীকে এই রুটে খরচ করতে হচ্ছে ৫ টাকা করে। অর্থাৎ, এই রুটে যাত্রীদের প্রতি কিমিতে ১৮ পয়সা বেশি খরচ করতে হচ্ছে। (PTI)
5/5এদিকে আজ থেকে শুরু হল হাওড়া-পুরী রুটের যাত্রী পরিষেবা। হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়ে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। এবং দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ বন্দে ভারত ট্রেনটি পুরী স্টেশনে পৌঁছায়। এদিকে ফিরতি যাত্রায় পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে এবং সেটি হাওড়া স্টেশনে এসে পৌঁছতে পারে সন্ধ্যা সাড়ে ৮টায়। (PTI)