WB Rain and Storm Alert till 21st March: কালো মেঘে ছেয়ে আকাশ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি থাকবে প্রলব ঝড়বৃষ্টি
Updated: 17 Mar 2024, 09:29 AM IST Abhijit Chowdhury 17 Mar 2024 rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in south bengal, hailstorms, thunderstorm, kalbaisakhi, কালবৈশাখী, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, শিলাবৃষ্টি, ঝড়, বৃষ্টি, kolkata weather today, west bengal weatherচৈত্রের শুরুতেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল বাংলায়। গতকাল, শনিবার দক্ষিণবঙ্গের বহু জায়গায় ঝড়বৃষ্টি হয়। আজও সকাল থেকে আকাশ কালো করে আছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করেছে রাজ্যে। তাই এই ঝড়বৃষ্টি।
পরবর্তী ফটো গ্যালারি