WB Weather change due to Cyclonic Circulation: ঘূর্ণাবর্ত ও ঝঞ্ঝার মাঝে 'আটক' বাংলার শীত, বৃষ্টির পূর্বাভাস কি আছে?
Updated: 23 Dec 2023, 10:24 AM ISTবঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গের দিকে পশ্চিমীঝঞ্ঝার কাঁটার মাঝে 'আটক' হয়ে গেল বাংলার শীত। সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই আবহে আজ সকাল থেকেই শীতের আমেজ কিছুটা কমেছে বঙ্গে। এদিকে আগামী কয়েকদিনে কি বাংলার আকাশে মেঘের দেখা মিলবে বা বৃষ্টি হবে কোথাও? জানুন পূর্বাভাস।
পরবর্তী ফটো গ্যালারি