WB Weather Forecast on 14th February: মাটি হতে পারে সরস্বতী পুজো ও 'প্রেম দিবস', কলকাতা সহ বহু জেলায় দুর্যোগের পূর্বাভাস
Updated: 13 Feb 2024, 04:09 PM IST১৪ ফেব্রুয়ারি একাধারে সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে। এদিনই আবার শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে এই সবের মধ্যে বুধবার বৃষ্টি হবে জেলায় জেলায়। এর জন্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই আবহে সরস্বতী পুজো মাটি হতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি